Posts

Showing posts from June, 2018

ফুটবল বিশ্বকাপ ২০১৮ নিয়ে কিছু তথ্য

Image
=> বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। => মোট ম্যাচ -৬৪ => মোট দল -৩২ => বিশ্বকাপের মাস্কটের নাম ' জাবাভিকা ' । => এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবাভিকা অর্থ ' যে গোল করে ' । => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে।রাশিয়া বিশ্বকাপের পোস্টারে থাকছেন রুশ গোলরক্ষক ' লেভ ইয়াসিন ' । তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। বিশ্বকাপের বলটির নাম ' টেলস্টার ' । ১৯৭০ এর মেক্সিকো এবং ১৯৭৪ এর জার্মানি বিশ্বকাপে এই টেলস্টার বল দিয়ে খেলা হয়। সেই বলের নাম ছিল ' টেলস্টার ডুরলাস্ট ' । => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। ১ম বারের মত বিশ্বকাপে খেলছে পানামা এবং আইসল্যান্ড। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। এযাবতকাল পর্যন্ত বিশ্বকাপ খেলা দলগুলোর ভেতর জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। জনসংখ্যা মাত্র ৩ , ৩২ , ৫২৯জন। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে খেলা হবে।...