দ্বিরুক্ত শব্দকে ভাঙলে পাওয়া যায় ‘ দ্বি+উক্ত ’ । অর্থাৎ , যা দুইবার বলা হয়েছে। বাংলা ভাষায় অনেক শব্দ বা পদ দুইবার ব্যবহৃত হয়ে অন্য একটি বিশেষ অর্থ প্রকাশ করে। কোন শব্দ বা পদ পরপর দুইবার ব্যবহৃত হয়ে কোন বিশেষ অর্থ প্রকাশ করলে তাকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন- ‘ আমার জ্বর জ্বর লাগছে। ’ এখানে ‘ জ্বর জ্বর ’ দ্বিরুক্ত শব্দটি ঠিক ‘ জ্বর ’ অর্থ প্রকাশ করছে না। জ্বরের ভাব প্রকাশ করছে। দ্বিরুক্ত শব্দ ৩ প্রকার- ( ক)শব্দের দ্বিরুক্তি , ( খ)পদের দ্বিরুক্তি ও ( গ)অনুকার দ্বিরুক্তি। ( ক) শব্দের দ্বিরুক্তি ১. একই শব্দ অবিকৃতভাবে দুইবার ব্যবহৃত হয়ে দ্বিরুক্ত শব্দ গঠন করতে পারে। যেমন- ভাল ভাল বই , ফোঁটা ফোঁটা জল , বড় বড় বাড়ি , ইত্যাদি। ২. সহচর শব্দযোগে দ্বিরুক্ত শব্দ গঠিত হতে পারে। দুটি সম্পর্কিত শব্দকে সহচর শব্দ বলা যায়। যেমন , ‘ কাপড়-চোপড় ’ সহচর শব্দযোগে গঠিত দ্বিরুক্ত শব্দ। ‘ কাপড় ’ অর্থ গা ঢাকার জন্য যেসব পরা হয়। আর কাপড়ের সঙ্গে অনুষঙ্গ হিসেবে যেগুলো পরা হয় সেগুলোই ‘ চোপড় ’ । অর্থাৎ , এই দুটি শব্দ পরস্পর সম্পর্কিত। তাই এই দুটি শব্দ সহচর শব্দ। এরকম- লালন-পালন , খোঁজ-খবর , ইত্যাদি। ৩...