জাতীয় স্মৃতি সৌধ


·          জাতীয় স্মৃতি সৌধ উদ্বোধন করা হয় -- ১৬ ডিসেম্বর১৯৮২সালে ।
·          জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে 
·          জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন - বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান
·         জাতীয় স্মৃতি সৌধ কোথায় অবস্থিত -ঢাকার সাভারে
·          জাতীয় স্মৃতি সৌধ  উদ্বোধন করেন - হুসেইন মুহম্মদ এরশাদ
·          জাতীয় স্মৃতি সৌধের ফলক আছে ৭টি
·          জাতীয় স্মৃতি সৌধকে  বলা হয় - একটি সম্মিলিত প্রয়াস
·          জাতীয় স্মৃতি সৌধের স্থাপিত  মঈনুল হোসেন
·          জাতীয় স্মৃতি সৌধ ১০৯ একর উপর প্রতিষ্ঠিত 
·          জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা -৪৬.৬ মিটার বা ১৫০ ফুট 
·          জাতীয় স্মৃতি সৌধের ৭টি ফলক হওয়ার কারন- স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ের নিদশন স্বরূপ 
·          জাতীয় স্মৃতি সৌধের প্রাঙ্গনে  গন কবর রয়েছে -১০টি ।
·          স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায় -.৫২ এর ভাষা আন্দোলন২. ৫৪ এর নির্বাচন৩. ৫৮ এর সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন৪. ৬২ এর শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন৫.৬৬ এর ৬ দফা৬. ৬৯ এর গনঅভ্যুথান ও ৭. ৭১ এর মুক্তিযোদ্ধা ।
জাতীয় স্মৃতি সৌধ


Comments

Popular posts from this blog

আধুনিক যুগ-BCS Preliminary তে আধুনিক যুগ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায় থেকে প্রশ্ন আসে

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.