Posts

বাংলাদেশের মোট ব্যাংক ৬৩ টি

Image
১. তফসিলী ব্যাংক ৫৭ টি ২. অ-তফসিলী ব্যাংক ৬ টি তফসিলী ব্যাংকঃ যে সকল ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের শর্তসমূহ মেনে নিয়ে এর তালিকায় অন্তর্ভূক্ত হয় তাকে তফসিলী ব্যাংক বলে । তফসিলী ব্যাংকগুলো ব্যাংক কোম্পানী অ্যাক্ট, ১৯৯১ (সংশোধিত ২০০৩) এর অধীনে কাজ করে। দেশে বর্তমানে ৫৭ টি তফসিলী ব্যাংক আছে। তফসিলী ব্যাংকগুলো নিম্নরুপ হয়ে থাকে। ১. বাণিজ্যিক ব্যাংক (৫৫) ২. বিশেষায়িত ব্যাংক (২) বাণিজ্যক ব্যাংকঃ যে ব্যাংক জনগনের সঞ্চিত অর্থ আমানত হিসেবে রাখে এবং ব্যবসা-বাণিজ্যে ও শিল্প প্রতিষ্ঠানকে স্বল্প মেয়াদী ঋণ দেয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। এসব ব্যাংককে স্বল্প মেয়াদী ঋণের ব্যবসায়ীও বলা হয়। বাংলাদেশে দুই ধরনের বাণিজ্যিক ব্যাংক আছে। ১. রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক (৬) ২. ব্যক্তিমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক (৪০) ৩. বিদেশী বাণিজ্যিক ব্যাংক (৯) রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকঃ যে সকল বাণিজ্যিক ব্যাংক সরকারী উদ্যোগে প্রতিষ্ঠিত বা সরকার কর্তৃক জাতীয়করণকৃত তাকে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক বলে। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক ৬ টি। ১। সোনালী ব্যাংক লিমিটেড ২। অগ্রণী ব্যাংক লিমিট

অর্থনৈতিক সমীক্ষা ২০১৮

Image
১। মোট জনসংখ্যা = ১৬ কোটি ৮ লক্ষ। ২। জনসংখ্যা বৃদ্ধির হার = ১.৩৭% ৩। পুরুষ - মহিলা অনুপাত = ১০০.৩ঃ১০০ ৪। জনসংখ্যার ঘনত্ব = ১০৯০ জন (বর্গ কি:মি) ৫। এক বছরের কম বয়সী শিশু মৃত্যুহার = ২৮ জন (প্রতি হাজারে) ৬। প্রত্যাশিত গড় আয়ু = ৭১.৬ বছর ৭। সাক্ষরতার হার = ৭১% ৮। দারিদ্র্যের ঊর্ধ্বসীমা = ২৪.৩% ৯। দারিদ্র্যের নিম্নসীমা = ১২.৯% ১০। GDP প্রবৃদ্ধির হার = ৭.৬৫% ১১। চলতি মূল্যে মাথাপিছু আয় = ১৭৫২ মার্কিন ডলার ১২। চলতি মূল্যে মাথাপিছু GDP = ১৬৭৭ মার্কিন ডলার ১৩। মূল্যস্ফীতি = ৫.৮৩% (জুলাই ১৭- এপ্রিল ১৮) ১৪। মোট ব্যাংক = ৫৭ টি > রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ৬ টি , > বিশেষায়িত ব্যাংক ২ টি , > বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ৪০ টি , > বৈদেশিক ব্যাংক ৯ টি > ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ৩৪ টি > মোট বীমা ৭৮ টি , সরকারি জীবন বীমা ১ টি , সাধারণ বীমা ১ টি , বিদেশি বীমা ১টি। ১৫। সবচেয়ে বেশি রেমিট্যান্স আসে = সৌদিআরব থেকে ১৫। সবচেয়ে বেশি রপ্তানি করা হয় = যুক্তরাষ্ট্র ১৬। সবচেয়ে বেশি আমদানি করা হয় = চীন ১৭। ঔষধ রপ্তানি করা হয় = ১৪৫ টি দেশে ১৮।

দুই পাখি

- রবীন্দ্রনাথ ঠাকুর (সোনার তরী) খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে। একদা কী করিয়া মিলন হল দোঁহে , কী ছিল বিধাতার মনে। বনের পাখি বলে , খাঁচার পাখি ভাই , বনেতে যাই দোঁহে মিলে। খাঁচার পাখি বলে-- বনের পাখি , আয় খাঁচায় থাকি নিরিবিলে। ' বনের পাখি বলে-- "না , আমি শিকলে ধরা নাহি দিব। ' খাঁচার পাখি বলে-- "হায় , আমি কেমনে বনে বাহিরিব! ' বনের পাখি গাহে বাহিরে বসি বসি বনের গান ছিল যত , খাঁচার পাখি পড়ে শিখানো বুলি তার-- দোঁহার ভাষা দুইমতো। বনের পাখি বলে , খাঁচার পাখি ভাই , বনের গান গাও দিখি। খাঁচার পাখি বলে , বনের পাখি ভাই , খাঁচার গান লহো শিখি। বনের পাখি বলে-- না , আমি শিখানো গান নাহি চাই। ' খাঁচার পাখি বলে-- "হায় , আমি কেমনে বন-গান গাই। ' বনের পাখি বলে , " আকাশ ঘননীল , কোথাও বাধা নাহি তার। ' খাঁচার পাখি বলে , " খাঁচাটি পরিপাটি কেমন ঢাকা চারি ধার। ' বনের পাখি বলে , " আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একেবারে। ' খাঁচার পাখি বলে , নিরালা সুখকোণে বাঁধিয়া রাখো আপনারে! ' বনের পাখি বলে-- "ন

নিয়োগ বিজ্ঞপ্তি

Image
নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভূক্ত সোনালী ব্যাংক লিমিটেড, রূপালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিঃ ও প্রবাসী কল্যান ব্যাংক এ ‘কর্মকর্তা(ক্যাশ) পোস্ট : ৭৬৭ টি এ্যাপ্লাই ডেড লাইন: ০৫/০৮/২০১৮ এ্যাপ্লাই লিংক: https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php

ফুটবল বিশ্বকাপ ২০১৮ নিয়ে কিছু তথ্য

Image
=> বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। => মোট ম্যাচ -৬৪ => মোট দল -৩২ => বিশ্বকাপের মাস্কটের নাম ' জাবাভিকা ' । => এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবাভিকা অর্থ ' যে গোল করে ' । => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে।রাশিয়া বিশ্বকাপের পোস্টারে থাকছেন রুশ গোলরক্ষক ' লেভ ইয়াসিন ' । তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। বিশ্বকাপের বলটির নাম ' টেলস্টার ' । ১৯৭০ এর মেক্সিকো এবং ১৯৭৪ এর জার্মানি বিশ্বকাপে এই টেলস্টার বল দিয়ে খেলা হয়। সেই বলের নাম ছিল ' টেলস্টার ডুরলাস্ট ' । => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। ১ম বারের মত বিশ্বকাপে খেলছে পানামা এবং আইসল্যান্ড। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। এযাবতকাল পর্যন্ত বিশ্বকাপ খেলা দলগুলোর ভেতর জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। জনসংখ্যা মাত্র ৩ , ৩২ , ৫২৯জন। => বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে খেলা হবে।

শালবন বৌদ্ধ বিহার কুমিল্লা

Image
কুমিল্লা জেলার লালমাই-ময়নামতি প্রত্নস্থলের অসংখ্য প্রাচীন স্থাপনাগুলোর একটি এই বৌদ্ধ বিহার । শালবন বৌদ্ধ বিহার বাংলাদেশের প্রাচীন সভ্যতার নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এ বিহারটি পাহাড়পুর বৌদ্ধ বিহারের মতো হলেও আকারে ছোট। এটি ১২শ প্রত্নতাত্বিক এলাকা হিসেবে চিহ্নিত। কুমিল্লার ময়নামতিতে খননকৃত সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে শালবন বিহার অন্যতম প্রধান। কোটবাড়িতে বার্ডের কাছে লালমাই পাহাড়ের মাঝামাঝি এলাকায় এ বিহারটির অবস্থান। বিহারটির আশপাশে এক সময় শাল-গজারির ঘন বন ছিল বলে এ বিহারটির নামকরণ হয়েছিল শালবন বিহার। এর সন্নিহিত গ্রামটির নাম শালবনপুর। এখনো ছোট একটি বন আছে সেখানে। 

ষাট গম্বুজ মসজিদ বাগেরহাট

Image
মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিলো সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান-ই-জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো। পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে। মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।