ফুটবল বিশ্বকাপ ২০১৮ নিয়ে কিছু তথ্য


=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে।
=>মোট ম্যাচ -৬৪
=>মোট দল -৩২
=>বিশ্বকাপের মাস্কটের নাম 'জাবাভিকা'
=>এটা একটা নেকড়ে। রুশ ভাষায় জাবাভিকা অর্থ 'যে গোল করে'
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে।রাশিয়া বিশ্বকাপের পোস্টারে থাকছেন রুশ গোলরক্ষক 'লেভ ইয়াসিন'। তিনিই ফুটবল বিশ্বের একমাত্র গোলরক্ষক যিনি গোলরক্ষক হয়ে ইউরোপের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। বিশ্বকাপের বলটির নাম 'টেলস্টার'। ১৯৭০ এর মেক্সিকো এবং ১৯৭৪ এর জার্মানি বিশ্বকাপে এই টেলস্টার বল দিয়ে খেলা হয়। সেই বলের নাম ছিল ' টেলস্টার ডুরলাস্ট'
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। ১ম বারের মত বিশ্বকাপে খেলছে পানামা এবং আইসল্যান্ড।
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। এযাবতকাল পর্যন্ত বিশ্বকাপ খেলা দলগুলোর ভেতর জনসংখ্যায় সবথেকে ক্ষুদ্রতম দেশ আইসল্যান্ড। জনসংখ্যা মাত্র ৩,৩২, ৫২৯জন।
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে খেলা হবে।
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। প্রথমবারের মত ৪টি আরব দেশ খেলছে এবারের বিশ্বকাপে। মরক্কো, সৌদি আরব, তিউনেশিয়া এবং মিশর।
=>বিশ্বকাপের ২১তম আসর বসছে রাশিয়াতে। প্রথমবারের মত ৩টি নর্ডিক দেশ খেলছে রাশিয়া বিশ্বকাপে। ডেনমার্ক, আইসল্যান্ড, সুইডেন।
ফুটবল বিশ্বকাপ ২০১৮

Comments

Popular posts from this blog

জাতীয় স্মৃতি সৌধ

ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দ

আধুনিক যুগ-BCS Preliminary তে আধুনিক যুগ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায় থেকে প্রশ্ন আসে