পরিবেশ বিপর্যয় --বাংলাদেশ প্রেক্ষিত
যুক্তরাষ্ট্রের ওকলাহোমা থেকে বাংলাদেশের খেপুপাড়ার দূরত্ব অনেক। কিন্তু মিল আছে এক জায়গায়। ঘূর্ণিঝড় ‘মহাসেন’ বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত করেছিল। এর পেছনে কারণ ছিল একটিই- পরিবেশ বদলে যাচ্ছে। বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বাড়ছে ঘূর্ণিঝড় আর টর্নেডোর মতো ঘটনা। ঘূর্ণিঝড় ‘মহাসেন’-এর আঘাতের পর পরই ওকলাহোমায় মারাত্মক টর্নেডো লণ্ডভণ্ড করে দেয় সেখানকার জনপদ। ২১ মে’র ওই ঘটনায় ওকলাহোমায় মারা গিয়েছিলেন ৯১ জন মানুষ। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি একটি বড় ধরনের ঘটনা। ওকলাহোমার মুর শহরযেন এখন এক ধ্বংসের নগরী। প্রেসিডেন্ট ওবামা ওই শহরকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছিলেন। ঘণ্টায় ৩২০ কিলোমিটার বেগে ধেয়ে আসা ওই টর্নেডোর ব্যাস ছিল তিন দশমিক ২ কিলোমিটার। সে তুলনায় অনেক দুর্বল ছিল ‘মহাসেন’। যথেষ্ট প্রস্তুতি থাকায় ক্ষয়ক্ষতি তুলনামূলকভাবে কম হয়েছে। এই ঘূর্ণিঝড় আর টর্নেডো এখন যেন নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। সমুদ্র উপকূলবর্তী অঞ্চলগুলোর পাশাপাশি বড় বড় শহরগুলোও আক্রান্ত হচ্ছে। সারাবিশ্বই আজ পরিবেশ বিপর্যয়ের মুখে। বায়ুমন্ডলে গ্রিন হাউস গ্যাস, বিশেষ করে কার্বন ডাই অক্সাইড