ড. মুহম্মদ শহীদুল্লাহ
জন্ম : ১০
জুলাই , ১৮৮৫
(পেয়ারা গ্রাম,
চব্বিশ পরগনা,
পশ্চিমবঙ্গ, ভারত)
মৃত্যু : ১৩
জুলাই, ১৯৬৯
(ঢাকা, বাংলাদেশ)
এন্ট্রান্স পাশের
সময় থেকেই
মুহম্মদ শহীদুল্লাহ
বিভিন্ন ভাষার
প্রতি অতি
উৎসাহী ও
আগ্রহী হয়ে
উঠেন এবং
একাধিক ভাষা
শিক্ষা শুরু
করেন।
১৯১৫ থেকে
১৯১৯ সাল
পর্যন্ত চব্বিশ
পরগণার বশিরহাটে
আইন ব্যবসা
করেন।
১৯১৯ থেকে
১৯২১ সাল
পর্যন্ত ড.
দীনেশ চন্দ্র
সেনের সহকর্মী
হিসেবে কলকাতা
বিশ্ববিদ্যালয়ে গবেষক
হিসেবে কাজ
করেন।
১৯২১ সালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
সংস্কৃত ও
বাংলা বিভাগে
প্রভাষক হিসেবে
যোগ দেন। পাশাপাশি
একই বিশ্ববিদ্যালয়ে
১৯২২ থেকে
১৯২৪ সালে
পর্যন্ত আইন
বিভাগে খণ্ডকালীন
শিক্ষক হিসেবে
কাজ করেন। ফ্রান্সের
সোরবোন বিশ্ববিদ্যালয়
থেকে ১৯২৮
সালে পি.এইচডি ডিগ্রী লাভ
করেন।
১৯৩৭ সালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের
বাংলা বিভাগের
অধ্যাপক ও
রিডার হিসেবে
নিযুক্ত হন। সেখান
থেকে ১৯৪৪
সালে অবসর
গ্রহণ করেন। অবসরের
পর তিনি
বগুড়া আযিযুল
হক কলেজে
প্রিন্সিপাল হিসেবে
যোগ দেন। ১৯৫৩
- ১৯৫৫ সালে
তিনি পুণরায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে
যোগ দেন
এবং আন্তর্জাতিক
সম্পর্ক বিভাগে
ফরাসি ভাষার
খণ্ডকালীন শিক্ষক
হিসাবে কাজ
করেন।
১৯৫৫ সালে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের
সংস্কৃত ও
পালি বিভাগে
যোগদান করে
১৯৫৮সালে অবসর
গ্রহণ করেন।
Comments
Post a Comment