বাংলা ব্যাকরণ ও সাহিত্যের প্রশ্নোত্তর যা বার বার পরীক্ষায় আসছে.


1) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে--- বর্ণ
২) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ - ষট্ + ঋতু
৩) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত - বিপরীত
৪) ইচ্ছা শব্দের বিশেষণ -ঐচ্ছিক
৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ - বিশেষণ
৬) যা বলা হয়নি - অনুক্ত
৭) অক্ষির সমীপে - সমক্ষ
৮) পুষ্প এন সমার্থক নয় - অবনী
৯) গোঁফ খেজুরে বাগধারার অর্থ – নিতান্ত অলস
১০) রাবনের চিতা - চির অশান্তি
১১) পহেলা বৈশাখ চালু করেন - সম্রাট আকবর
১২) হনন করার ইচ্ছা - জিঘাংসা
১৩) শুদ্ধ বানান - কৃষিজীবী
১৪) আভরন শব্দের অর্থ - অলংকার
১৫) নন্দিত নরকে যাঁর উপন্যাস – হুমায়ুন আহমেদ
১৬) কোর্মা - তুর্কি শব্দ
১৭) তদ্ভব শব্দ - চাঁদ
১৮) অপলাপ শব্দের অর্থ - অস্বীকার
১৯) প্রত্যয়গতভাবে শুদ্ধ - উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা,
২০) পুণ্যে মতি হোক। পুণ্যে - বিশেষ্য রুপে ব্যবহৃত
২১) সমাস ভাষাকে - সংক্ষেপ করে
২২) তিনি দরিদ্র কিন্তু খুব উদার – যৌগিক বাক্য
২৩) শুদ্ধ বাক্য - সে এমন রুপবতী যেন অপ্সরা
২৪) যে ব্যক্তির দুহাত সমান চলে - সব্যসাচী
২৫) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য
২৬) মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি -তানভীর কবির
২৭) বাঙ্গালীর ইতিহাস – নীহার রঞ্জন রায়
২৮) সৌভাগ্যের বিষয় - একাদশে বৃহষ্পতি
২৯) সংশপ্তক ভাস্কর্যটিরঅবস্থিত -জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ে
৩০) পদ বলতে বোঝায় - বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
৩১) হাতের পাঁচ অর্থ - শেষ সম্বল
৩২) সুন্দর মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। এখানে সুন্দর - বিশেষ্য
৩৩) তুমি না বলেছিলে আগামীকাল আসবে?? এখানে না - হ্যাঁ বাচক
৩৪) যেই তার দর্শন পেলাম, সেই আমরা প্রস্থান করলাম - মিশ্র বাক
৩৫) রবীন্দ্রনাথের নাটক -চতুরঙ্গ
৩৬) শাহনামা রচনা করেন - ফেরদৌসী
৩৭) উপসর্গ - অতি
৩৮) ভাষা মানুষের মুখ থেকে কলমের মুখে আসে, উল্টোটা করতে গেলে মুখে শুধু কালি পড়ে - প্রমথ চৌধুরী
৩৯) আমার সন্তান যেন থাকে দুধে ভাতে প্রার্থনা টি - ঈশ্বরী পাটনীর
৪০) কাশবনের কন্যা – উপন্যাস
৪১) যে সমাসের পূর্ব পদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বোঝায় তাকে বলে- দ্বিগু সমাস
৪২) প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন - অশোক মুখোপাধ্যায়
৪৩) নিরানব্বইয়ের ধাক্কা - সঞ্চয়ের প্রবৃত্তি
৪৪) একুশে ফেব্রুয়ারি প্রথম সংকলনের সম্পাদক - হাসান হাফিজুর রহমান
৪৫) বনফুল - বলাইচাঁদ মুখোপাধ্যায়
৪৬) কষ্টে অতিক্রম করা যায় না যা -দুরতিক্রম্য
৪৭) উৎকর্ষতা যে কারনে অশুদ্ধ – প্রত্যয়জনিত কারনে
৪৮) কোনটি ঠিক - বহিপীর ( নাটক)
৪৯) ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ রচনা করেন- সুনীতিকুমার চট্টোপাধ্যায়
৫০) ক্রিয়াপদ - সব সময়ে বাক্যে থাকবে
৫১) আহোরণ শব্দের বিপরীত - অবরোহন
৫২) ছাই চাপা আগুন যে অর্থ প্রকাশ করে -অন্তরে বিদ্যমান অথচ বাইরে প্রকাশের অসাধ্য এমন
৫৩) যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে -অবিমৃষ্যকারী
৫৪) মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস – আগুনের পরশ মনি
৫৫) কবর কবিতা রচনা করেন - জসীমউদদীন
৫৬) সঠিক বাক্য - মনোরম উদ্যানে ভ্রমণ দূরাকাংখা
৫৭) চৌ হদ্দি - ফারসি+ আরবি
৫৮) সর্বাঙ্গে ব্যাথা ঔষধ দিব কোথা। বাক্যে ঔষধ - কর্মে শূন্য
৫৯) শরৎচন্দ্রের যে উপন্যাস সরকার বাজেয়াপ্ত করে - পথের দাবী
৬০) বেটাইম - ফারসি+ ইংরেজী
৬১) সন্ধি ব্যাকরণের যে অংশে আলোচিত হয় - ধ্বনিতত্ত্ব
৬২) সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়েছে - ঢং ঢং ঘন্টা বাজে
৬৩) বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি - ঢাকা, ২১ ফেব্রুয়ারি ১৯৫২
৬৪) শুদ্ধ বানান - সমীচীন
৬৫) জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্ধ – ঝরা পালক
৬৬) কলিঙ্গ পুরষ্কার পান - আবদুল্লাহ আল মুতী
৬৭) নিত্য মূর্ধণ্য ষ যে শব্দে - আষাঢ়
৬৮) সাধু ভাষা অনুপযোগী - নাটকের সংলাপে
৬৯) সাত সাগরের মাঝি কার লেখা – ফররুখ আহমদ
৭০) প্রাতরাশ এর সন্ধি বিচ্ছেদ।- প্রাতঃ+ আশ
৭১) যা বলা হয়নি - অনুক্ত
৭২) যৌগিক শব্দ - গায়ক
৭৩) তৎসম শব্দ - হস্ত
৭৪) নিত্য স্ত্রী বাচক শব্দ - সতীন
৭৫) খাঁটি বাংলা উপসর্গ - ২১ টি
৭৬) বিড়ালের আড়াই পা বাগধারার অর্থ –বেহায়াপনা
৭৭) নজরুল রবীন্দ্রনাথকে উৎসর্গ করেন -সঞ্চিতা
৭৮) ইন্দ্রিয়কে জয় করেছে যে - জিতেন্দ্রিয়
৭৯) অনিষ্ট করতে গিয়ে ভালো হওয়াকে বলে - শাপেবর
৮০) পৃথিবীর সমার্থক শব্দ - অখিল
৮১) পঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক - সৈয়দ হামজা
৮২) সনেট শব্দটি - ইটালিয়ান
৮৩) সংগীত এর সন্ধি বিচ্ছেদ - সম+ গীত
৮৪) বিভক্তিহীন নাম শব্দকে বলে -প্রাতিপদিক
৮৫) যে সমাসের পূর্ব পদের বিভক্তি লোপ হয় না - অলুক সমাস
৮৬) শুদ্ধ বানান - মুমূর্ষু
৮৭) হুতোম প্যাঁচা যাঁর ছদ্মনাম - কালীপ্রসন্ন সিংহ
৮৮) বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন - দীনেশ চন্দ্র সেন
৮৯) জসীমউদদীনের প্রথম প্রকাশিত কাব্য গ্রন্থ - রাখালী
৯০) অপাদান কারক - ট্রেন স্টেশন ছেড়েছে
৯১) পশ্চাতে জন্মেছে যে - অনুজ
৯২) হরতাল -গুজরাটি শব্দ
৯৩) শীতার্থ এর সন্ধি বিচ্ছেদ - শীত+ঋত
৯৪) কুলি শব্দের স্ত্রী বাচক - কামিন
৯৫) তুষার শুভ্র - উপমান কর্মধারয় সমাস
৯৬) শৈত্য শব্দের বিশেষণ পদ - শীতার্ত
৯৭) যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ, সুতরাং তুমি প্রথম হবে - জটিল বাক্য
৯৮) শুদ্ধ - সাক্ষ্যদান
৯৯) মহাকবি আলাওল নাটকটি রচনা করেন -সিকান্দার আবু জাফর
১০০) রবীন্দ্রনাথ রচিত নাটক – রক্তকরবী।

Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

জাতীয় স্মৃতি সৌধ

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ