boiBD team প্রায় এক বছর অক্লান্ত পরিশ্রম করার পর আজকে সফল ভাবে http://boibd.com অনলাইনে দিয়েছি । ওয়েবসাইট টি ব্যবহার করতে কোনো সমস্যা হলে অথবা কোনো পরামর্শ থাকলে আমাদের কে জানান 01762-219146 অথবা info@boibd.com. কাজটি করতে বিভিন্ন সময় boiBD team কে পরামর্শ এবং সহযোগিতা করেছেন বাবু , Mahmood Al Mahdi , Sheikh Taufiq, Larry Dany , Dollar Hasan , Ashraf Zaman , Md Moinul, Jitu Jitu ধন্যবাদ সবাইকে।
আল মাহমুদ (জুলাই ১৯৩৬ – ১৫ ফেব্রুয়ারি ২০১৯)
প্রকাশিত গ্রন্থঃ লোক লোকান্তর , কালের কলস , সোনালী কাবিন , মায়াবী পর্দা দুলে ওঠো , আরব্য রজনীর রাজহাঁস , বখতিয়ারের ঘোড়া , Al Mahmud In English, দিনযাপন , দ্বিতীয় ভাংগন , একটি পাখি লেজ ঝোলা , আল মাহমুদরে গল্প , গল্পসমগ্র , প্রেমের গল্প , যেভাবে গড়ে উঠি , কিশোর সমগ্র , কবির আত্নবিশ্বাস , কবিতাসমগ্র , কবিতাসমগ্র - ২ , পানকৌড়ির রক্ত , সৌরভের কাছে পরাজিত , গন্ধ বণিক , ময়ূরীর মুখ , না কোন শূণ্যতা মানি না , নদীর ভেতরের নদী , পাখির কাছে , ফুলের কাছে , প্রেম ও ভালোবাসার কবিতা , প্রেম প্রকৃতির দ্রোহ আর প্রার্থনা কবিতা , প্রেমের কবিতা সমগ্র , উপমহাদেশ , বিচূর্ণ আয়নায় কবির মুখ , উপন্যাস সমগ্র - ১ , উপন্যাস সমগ্র - ২ , উপন্যাস সমগ্র - ৩ , ত্রিশেরা , উড়াল কাব্য ……………….
Comments
Post a Comment