বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু

আবহাওয়া ও জলবায়ু

  • বাংলাদেশের প্রায় মধ্য ভাগ দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত করেছে।
  • গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় ৬ ঘন্টা অগ্রগামী।
  • বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা ২৬.০১ সেলসিয়াস।
  • ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪২.৩০ ডিগ্রি সেলসিয়াস (১৯৬০ সালে)।
  • বাংলাদেশে আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৪৫.১০ ডিগ্রি সেলসিয়াস (১৮ মে, ১৯৭২ সালে রাজশাহীতে)।
  • সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড ১.৬০ ডিগ্রি সেলসিয়াস (৩ ফেব্রুয়ারি, ১৯০৫ সালে দিনাজপুরে)।
  • বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাত ২০৩ সেঃমিঃ।
  • বাংলাদেশে সর্বোচ্চ গড় বৃষ্টিপাত সিলেটের লালখানে (৩৮৮ সে.মি.)।
  • বাংলাদেশের উঞ্চতম স্থান নাটোরের লালপুর।
  • বাংলাদেশে সর্বনিম্ন গড় বৃষ্টিপাত নাটোরের লালপুরে (১৫৪ সে.মি.)।
  • বাংলাদেশের উঞ্চতম জেলা রাজশাহী।
  • বাংলাদেশের শীতলতম স্থান শ্রীমঙ্গল।
  • বাংলাদেশের শীতলতম জেলা সিলেট।
  • বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল।
  • বাংলাদেশের শীতলতম মাস জানুয়ারী।
  • বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ।
  • বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীনে।
  • বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র ৪টি ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
  • বাংলাদেশের আবহাওয়া অফিস ৩৫টি।
  • বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য মৌসুমী বায়ু।
  • বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য।
  • ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না ।
  • ভৌগোলিকভাবে বাংলাদেশ ক্রান্তীয় জলবায়ু অন্তর্গত।
  • ঢাকার প্রতিপাদ স্থান চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
  • বর্ষা ঋতুকে ‘স্বতন্ত্র ঋতু’ বলা হয়।
  • SPARRSO = Space Research and Remote Sensing Organization.
  • SPARRSO ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।
  • SPARRSO ঢাকার আগারগাঁয়ে অবস্থিত।
  • SPARRSO প্রতিরক্ষা মন্ত্রনালয়ের অধীন।
  • গ্রিন পিস নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নাম।
  • গ্রিন হাউস প্রতিক্রিয়ায় তাপমাত্রা বেড়ে যায়।
  • গ্রিন-হাউসের ক্ষতির কারণ CFC গ্যাস।
  • পরিবেশ আন্দোলনের সূচনাকারী হেনরী ডেভিড হ্যারো (ইংল্যান্ড)।
  • বায়ুমন্ডলের স্ট্যাটোস্ফিয়ার স্তরে ওজনের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়।
  • দেশের রাডার কেন্দ্র কক্সবাজারে।

Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

জাতীয় স্মৃতি সৌধ

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ