ব্রিটিশ শাসনামল

ব্রিটিশ শাসনামল

  • বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম এসছিলো -- পর্তুগীজরা
  • পতুগীজ নাবিক ভাস্কোডাগামা ভারতবর্ষে আসেন -- ১৪৯৮ সালে
  • ইউরোপ থেকে সমুদ্র পথে ভারতবর্ষে আসার পথ আবিস্কৃত হয় -- ১৪৮৭ সালে
  • পর্তুগীজরা  বাংলায় ব্যবসা বাণিজ্য আরম্ভ করে -- ১৫৮০ সালে
  • পর্তুগীজদের পর  বানিজ্যের জন্য বাংলায় আসে -- ওলন্দাজরা
  • ‘ইউনাইটেড ইস্ট ইন্ডিয়া কোম্পানী’ গঠন করেন -- ওলন্দাজগণ, ১৬০২ সালে
  • বাংলা থেকে আরব বণিকদের বিতাড়িত করেন - পেড্রো আলভারেজ কাব্রাল
  • ফরাসিরা  বাংলায় বানিজ্য করতে আগমন করে - ১৬৬৮ সালে
  • ফরাসি ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় - ১৬৬৪ সালে
  • ব্রিটিশ ইষ্ট ইন্ডিয়া কোম্পানী গঠিত হয় -- ১৬০০ সালে
  • ভারতে ফরাসিদের সাম্রাজ্য বিস্তারের স্বপ্ন ভেঙ্গে যায় -- ১৭৬০ সালের বন্দিবাসের যুদ্ধে
  • বন্দিবাসের যুদ্ধে ইংরেজ সেনাপতি আয়ারকুটের কাছে পরাজয় স্বীকার করেন -- ফরাসি গর্ভনর কাউন্ট লালী
  • উপমহাদেশে ব্যর্থ হয়ে ওলন্দাজরা বানিজ্য স্থাপন করে -- ইন্দোনেশিয়ায় 
  • ফরাসি ও ইংরেজদের মধ্যে প্রথম কর্ণাট যুদ্ধ সংঘটিত হয় -- ১৭৪৬ সালে
  • ইংরেজরা বাংলায় প্রথম কুঠি স্থাপন করে - সুরাটে
  • বাংলায় ইংরেজদের সবচেয়ে সুরক্ষিত কুঠি ছিল -- ফোর্ট উইলিয়াম
  • মুঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় -- ১৬৬০ সালে
  • কলকাতা নগরী প্রতিষ্ঠা করেন ইংরেজ কর্মচারী - জব চার্নক
  • ইংরেজরা বাংলা আক্রমন করে -- ১৬৮৬ সালে
  • নবাব সিরাজু্‌দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন -- ২০ জুন ১৭৫৬
  • নবাব আলীবর্দী খানের মৃত্যু হয় -- ১৭৫৬ সালে
  • ইংরেজরা  কলকাতা অধিকার করে -- ০২ জানুয়ারী ১৭৫৭
  • পলাশীর যুদ্ধ  সংঘটিত হয় -- ২৩ শে জুন, ১৭৫৭ সালে
  • নবাব সিরাজুদ্দৌলা জন্মগ্রহন করেন -- ১৭৩৩  খ্রিষ্টাব্দে
  • নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে যুদ্ধ বাধে -- ১৭৬৪ সালে 
  • উপমহাদেশের প্রথম ব্রিটিশ গর্ভনর - লর্ড ক্লাইভ
  • দ্বৈত শাসন ব্যবস্থার প্রর্বতন - লর্ড ক্লাইভ
  • দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালূ হয় - ১৭৬৭ সালে
  • দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন রাজস্ব আদায়ের দায়িত্ব ন্যস্ত হয় - লর্ড ক্লাইভ
  • বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা  রহিত করেন - ওয়ারেন হেষ্টিংস
  • নিলাম সুত্রে  জমি বন্দোবস্তের প্রথা চালু করে - ওয়ারেন হেষ্টিংস 
  • ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর জেনারেল নিযুক্ত হন - ১৭৭২ সালে
  • চিরস্থায়ী ভূমি বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস - (১৭৯৩ সালে)
  • ছিয়াত্তরের মম্বন্তর  হয়েছিল - ১১৭৬ বাংলা সালে (১৭৭০ ইংরেজী সালে)
  • পঞ্চাশের মম্বন্তর  হয়েছিল - ১৩৫০ বাংলা এবং ১৯৪৩ ইংরেজী সালে
  • ‘অন্ধ কূপ হত্যাকান্ড সংগঠিত হয়েছিল -- ১৭৫৬ সালে
  • বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন -- ওয়ারেন হেস্টিংস 
  • কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় - ১৬৯০ সালে
  • বর্গী নামে  পরিচিতি ছিল - মারাঠারা
  • বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গরে স্থানান্তর করেন - মীর কাসিম 
  • ইংরেজদের সাথে মীর কাসিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল - বক্সারে
  • বক্সারের যুদ্ধ হয়েছিল - ১৭৬৪ সালে
  • ব্রিটিশ পার্লামেন্টে ‘ভারত শাসন আইন বা ‘রেগুলেটিং এ্যাক্ট’পাশ হয় - ১৭৭৩ সালে
  • উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন - ইংরেজ শাসক ওয়ারেন হেষ্টিংস
  • পাঁচশালা বন্দোবস্তের  প্রর্বতন করেন - ওয়ারেন হেস্টিংস
  • আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন - লর্ড বেন্টিঙ্ক
  • সতীদাহ প্রথার বিলোপ সাধন  করেন - লর্ড বেন্টিঙ্ক (১৮২৯ সালে)
  • উপমহাদেশে সংস্কৃতি ও ফরাসি পাশাপাশি  ইংরেজি শিক্ষার  প্রবর্তন করেন - লর্ড বেন্টিঙ্ক
  • বিধবা বিবাহ আইন প্রচলন করেন লর্ড ক্যানিং - (১৮৫৬ সালে)
  • উপমহাদেশের সর্বপ্রথম রেল যোগাযোগ চালু করেন - লর্ড ডালহৌসী, ১৮৫৩ সালে
  • উপমহাদেশে প্রথম কাগজের মুদ্রার  প্রচলন করেন - লর্ড ক্যানিং
  • উপমহাদেশে ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ সংঘটিত হয় - ১৮৫৭ সালে ৯ মার্চ, বঙ্গদেশের ব্যারাকপুরে
  • সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরকে নির্বাসন দেন - মায়ানমারে
  • মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি অবস্থিত - মায়ানমারে
  • আহসান মঞ্জিল প্রতিষ্ঠা করেন - আবদুল গনি, ১৮৭২ সালে 
  • কার্জন হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন - ১৯০৪ সালের ১৪ ফেব্রুয়ারী, লর্ড কার্জন
  • ঢাকা পৌরসভা স্থাপিত হয় - ১৮৬৪ সালে
  • পুরানো ঢাকার বাহাদুরশাহ পার্কের পূর্বনাম ছিল - ভিক্টোরিয়া পার্ক
  • উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গর্ভনর ছিলেন - লর্ড মাউন্ট ব্যাটন 

Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

জাতীয় স্মৃতি সৌধ

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ