কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি -২০১৮
Q: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে 'সম্মানসূচক ডি.লিট' উপাধিতে ভূষিত করে কোন বিশ্ববিদ্যালয়?
Ans: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Q: বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
Ans: ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি। ২০১৮ সালের ২৫ জানুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়।
Q: বাংলাদেশে বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন(GDP) নিরূপণ করা হয়?
Ans: ১৫ টি। ২০০৫-০৬ অর্থবছর ককে GDP'র ভিত্তিবছর বলা হয়।
Q: বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
Ans: জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সহায়তায় এটি নির্মিত হয় এবং উপমন্ত্রীর নামেই টাওয়ারটির নাম হয় জ্যাকব টাওয়ার। এটি দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ ওয়াচ টাওয়ার। এর ডিজাইনার হলের স্থপতি কামরুজ্জামান লিটন।
Q: ২০১৮ সালে জগত্তারিণী পদক লাভ করেন কোন বাংলাদেশী?
Ans: ঢাবির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। কলকাতা বিশ্ববিদ্যালয় ২ বছর পর পর এই পদক দিয়ে থাকেন। ১৯২১ সালে বাঙ্গালী শিক্ষাবিদ,গণিতজ্ঞ ও আইনবিদ স্যার আশুতোষ মুখার্জির মা জগত্তারিণী দেবীর নামে এই সম্মাননা প্রবর্তিত হয় এবং প্রথম এই পদক পান রবীন্দ্রনাথ ঠাকুর।
Q: ২০১৭ সালের আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটার কে?
Ans: বিরাট কোহলি।
Q: "অসলো শান্তিচুক্তি" কী?
Ans: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে ১৯৯৩ সালে ১৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন পরস্পর পরস্পরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, এটাকেই অসলো শান্তিচুক্তি বলে।
Q: 'র্যাপিড পাস' কি?
Ans: বাংলাদেশের সকল পরিবহনের ভাড়া পরিশোধের একক কার্ডের নাম। এটি ২০১৮ সালের ১৮ জানুয়ারি উদ্ধোধন করা হয়।
Q: বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
Ans: ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
Q: বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
Ans: ৪ জন।সংসদ সদস্যদের বাইরে থেকে যাদের মন্ত্রী করা হয় তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। যেমন নবনিযুক্ত মন্ত্রী মোস্তফা জব্বার। প্রধানমন্ত্রীসহ বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য ৫৩ জন। পূর্ণমন্ত্রী ৩৪ জন,প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী ২ জন।
Q: মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
Ans: কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।।
Q: প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কে?
Ans: আবদুর রাজ্জাক।
Q: বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার কত?
Ans: ৪.৪ শতাংশ। ২০১০ সালে ছিল ৩.৪ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO)রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বেকারত্বের বর্তমান হার ৫.৬ শতাংশ।
Q: কোন কথাসাহিত্যিককে 'প্রদোষে প্রাকৃতজন' বলা হয়?
Ans: শওকত আলী। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে। তার রচিত প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ'(১৯৬৩)। শওকত আললী ২৫ জানুয়ারি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
Q: বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
Ans: South Sdanese Pound(SSP)। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা ১৮০টি।
Q: বিশ্বের কোন দেশ প্রথম আইন করে কর্মক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের বেতন বা মজুরি বেশী দেয়াকে নিষিদ্ধ করেছে ?
Ans: আইসল্যান্ড
Q: AG 600 কী?
Ans: বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি চীনের তৈরি।
Q: বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?
Ans: ৮ জানুয়ারি ২০১৮; সোমবার। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই দিনে দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
Ans: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
Q: বাংলাদেশ পুলিশের নতুন আইজিপির নাম কি?
Ans: ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। তিনি দেশের ২৯তম আইজিপি। ২০১৮ সালের ২৫ জানুয়ারি তাকে নিয়োগ দেওয়া হয়।
Q: বাংলাদেশে বর্তমানে কতটি খাতের ওপর ভিত্তি করে মোট দেশজ উৎপাদন(GDP) নিরূপণ করা হয়?
Ans: ১৫ টি। ২০০৫-০৬ অর্থবছর ককে GDP'র ভিত্তিবছর বলা হয়।
Q: বাংলাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ারের নাম কি?
Ans: জ্যাকব টাওয়ার, এর উচ্চতা ২২৫ ফুট। এটি ভোলা জেলার চরফ্যাশনে অবস্থিত। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সহায়তায় এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের সহায়তায় এটি নির্মিত হয় এবং উপমন্ত্রীর নামেই টাওয়ারটির নাম হয় জ্যাকব টাওয়ার। এটি দক্ষিণ এশিয়ার সর্বাধুনিক ও সুউচ্চ ওয়াচ টাওয়ার। এর ডিজাইনার হলের স্থপতি কামরুজ্জামান লিটন।
Q: ২০১৮ সালে জগত্তারিণী পদক লাভ করেন কোন বাংলাদেশী?
Ans: ঢাবির ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। কলকাতা বিশ্ববিদ্যালয় ২ বছর পর পর এই পদক দিয়ে থাকেন। ১৯২১ সালে বাঙ্গালী শিক্ষাবিদ,গণিতজ্ঞ ও আইনবিদ স্যার আশুতোষ মুখার্জির মা জগত্তারিণী দেবীর নামে এই সম্মাননা প্রবর্তিত হয় এবং প্রথম এই পদক পান রবীন্দ্রনাথ ঠাকুর।
Q: ২০১৭ সালের আইসিসি'র বর্ষসেরা ক্রিকেটার কে?
Ans: বিরাট কোহলি।
Q: "অসলো শান্তিচুক্তি" কী?
Ans: ফিলিস্তিনি নেতা ইয়াসির আরাফাত ও ইসরাইলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিনের মধ্যে ১৯৯৩ সালে ১৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসের তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় একটি চুক্তি স্বাক্ষরিত হয় যে চুক্তি অনুযায়ী ইসরাইল ও ফিলিস্তিন পরস্পর পরস্পরকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, এটাকেই অসলো শান্তিচুক্তি বলে।
Q: 'র্যাপিড পাস' কি?
Ans: বাংলাদেশের সকল পরিবহনের ভাড়া পরিশোধের একক কার্ডের নাম। এটি ২০১৮ সালের ১৮ জানুয়ারি উদ্ধোধন করা হয়।
Q: বাংলাদেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার কোথায় অবস্থিত?
Ans: ফেনীর মহিপালে। এর মুল দৈর্ঘ্য ৬৯০ মিটার। উদ্বোধন করা হয় ৪ জানুয়ারি ২০১৮।
Q: বর্তমানে বাংলাদেশের মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী কতজন?
Ans: ৪ জন।সংসদ সদস্যদের বাইরে থেকে যাদের মন্ত্রী করা হয় তাদেরকে টেকনোক্র্যাট মন্ত্রী বলা হয়। যেমন নবনিযুক্ত মন্ত্রী মোস্তফা জব্বার। প্রধানমন্ত্রীসহ বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য ৫৩ জন। পূর্ণমন্ত্রী ৩৪ জন,প্রতিমন্ত্রী ১৭ জন এবং উপমন্ত্রী ২ জন।
Q: মহাগ্রন্থ আল কুরআনের আদলে দেশের প্রথম কুরআন ভাস্কর্য কোথায় তৈরি করা হয়?
Ans: কসবা,ব্রাহ্মণবাড়িয়া। ভাস্কর্যটির উচ্চতা ১৬ ফুট এবং প্রস্থ ৮ ফুট। ঢাবির কামরুল হাসান শিপন এটির ডিজাইন করেন।।
Q: প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি বোলার হিসেবে প্রথম ৫০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন কে?
Ans: আবদুর রাজ্জাক।
Q: বাংলাদেশের বর্তমান বেকারত্বের হার কত?
Ans: ৪.৪ শতাংশ। ২০১০ সালে ছিল ৩.৪ শতাংশ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO)রিপোর্ট অনুযায়ী বৈশ্বিক বেকারত্বের বর্তমান হার ৫.৬ শতাংশ।
Q: কোন কথাসাহিত্যিককে 'প্রদোষে প্রাকৃতজন' বলা হয়?
Ans: শওকত আলী। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার থানা শহর রায়গঞ্জে। তার রচিত প্রথম উপন্যাস 'পিঙ্গল আকাশ'(১৯৬৩)। শওকত আললী ২৫ জানুয়ারি ২০১৮ সালে মৃত্যুবরণ করেন।
Q: বিশ্বের সর্বশেষ প্রচলিত মুদ্রার নাম কি?
Ans: South Sdanese Pound(SSP)। বর্তমানে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত প্রচলিত মুদ্রার সংখ্যা ১৮০টি।
Q: বিশ্বের কোন দেশ প্রথম আইন করে কর্মক্ষেত্রে নারীর চেয়ে পুরুষের বেতন বা মজুরি বেশী দেয়াকে নিষিদ্ধ করেছে ?
Ans: আইসল্যান্ড
Q: AG 600 কী?
Ans: বিশ্বের বৃহত্তম উভচর উড়োজাহাজ,এটি চীনের তৈরি।
Q: বাংলাদেশের ইতিহাসে শীতলতম দিন কোনটি?
Ans: ৮ জানুয়ারি ২০১৮; সোমবার। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় এই দিনে দেশের ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা ২.৬ ডিগ্রী রেকর্ড করা হয়েছে।
Comments
Post a Comment