বাংলাদেশের বিখ্যাত স্থান

Tea Garden Bangladesh
আনন্দ রাজার দীঘি অবস্থিত-কুমিল্লার ময়নামতিতে।
রামুমন্দির অবস্থিত- কক্সবাজারের রামু থানায়।
'উত্তরা গনভবন '-নাটোর।
কান্তজীর মন্দির অবস্থিত-দিনাজপুর।
বাঘা জামে মসজিদ অবস্থিত-রাজশাহী।
পানাম নগর অবস্থিত-সোনারগাঁয়ে।
আফগান দুর্গ অবস্থিত-ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
আহসান মঞ্জিল নির্মাণ করেন-নবাব আব্দুল গনি।
মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে- মৌর্য যুগের।
শালবন বিহার অবস্থিত-কুমিল্লা জেলার ময়নামতিতে।
শালবন বিহার তৈরী করেন-রাজাধিরাজ ভবদেব।
আনন্দ বিহার অবস্থিত-কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
আনন্দ বিহার তৈরী করেন- রাজা আনন্দ দেব।
বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার -সীতাকোট বিহার।
সোমপুর বিহার অবস্থিত-নওগাঁ জেলার পাহাড়পুরে।
পাহাড়পুরের বৌদ্ধ বিজারটি পরিচিত-সোমপুর বিহার নামে।
সোমপুর বিহার তৈরী করেন-শ্রী ধর্মপাল দেব।
বাংলাদেশের প্রাচীন শহর কোনটি-পুন্ড্রবর্ধন (বর্তমানে মহাস্থানগড়)।
মহাস্থানগড় অবস্থিত- বগুড়া।
খোদার পাথর ভিটা অবস্থিত-মহাস্থানগড়।
বৈরাগীর ভিটা অবস্থিত-মহাস্থানগড়।
বৈরাগীর চাল অবস্থিত-গাজিপুর।
সত্য পীরের ভিটা অবস্থিত-নওগাঁ জেলার সোমপুর বিহারে।
ষাট গম্ভুজ মসজিদ অবস্থিত-বাগেরহাট।
ষাট গম্ভুজ মসজিদ নির্মাণ করেন-খান জাহান আলী।
লালবাগ কেল্লা নির্মাণ শুরু করেন-যুবরাজ মোহাম্মদ আযম।
লালবাগ কেল্লা নির্মাণ শেষ করেন-শায়েস্তা খান।
লালবাগ কেল্লার আদি নাম -আওরঙ্গবাদ দুর্গ।
সীতাকোট বিহার অবস্থিত-দিনাজপুর।
সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল-মূঘল আমলে।
বাংলার রাজধানী সোনারগাঁয় কে স্থাপন করেন-ঈশা খাঁ।
সোনারগাঁ নামকরণ হয়েছে-ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
সোনারগাঁর পূর্বে বাংলার রাজধানী ছিল- মহাস্থানগড়।
পাঁচ বিবির মাজার অবস্থিত-সোনারগাঁতে।
বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি অবস্থিত-সোনারগাঁতে।
সোনারগাঁয়ের পূর্ব নাম -সুবর্ণ গ্রাম।
ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়-১৬১০ সালে।
বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন -সুবেদার
ইসলাম খান।
তাঁরা মসজিদ অবস্থিত-পুরানো ঢাকায়।
বজরা শাহী মসজিদ অবস্থিত- নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
মুজিব নগর অবস্থিত-মেহেরপুর।
মহামুনি বিহার অবস্থিত-চট্টগ্রামের রাউজানে।

Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

জাতীয় স্মৃতি সৌধ

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ