জাতীয় স্মৃতি সৌধ


·          জাতীয় স্মৃতি সৌধ উদ্বোধন করা হয় -- ১৬ ডিসেম্বর১৯৮২সালে ।
·          জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করা হয় - ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে 
·          জাতীয় স্মৃতি সৌধের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন - বঙ্গবন্ধ শেখ মজিবুর রহমান
·         জাতীয় স্মৃতি সৌধ কোথায় অবস্থিত -ঢাকার সাভারে
·          জাতীয় স্মৃতি সৌধ  উদ্বোধন করেন - হুসেইন মুহম্মদ এরশাদ
·          জাতীয় স্মৃতি সৌধের ফলক আছে ৭টি
·          জাতীয় স্মৃতি সৌধকে  বলা হয় - একটি সম্মিলিত প্রয়াস
·          জাতীয় স্মৃতি সৌধের স্থাপিত  মঈনুল হোসেন
·          জাতীয় স্মৃতি সৌধ ১০৯ একর উপর প্রতিষ্ঠিত 
·          জাতীয় স্মৃতি সৌধের উচ্চতা -৪৬.৬ মিটার বা ১৫০ ফুট 
·          জাতীয় স্মৃতি সৌধের ৭টি ফলক হওয়ার কারন- স্বাধীনতা আন্দোলনের সাতটি পর্যায়ের নিদশন স্বরূপ 
·          জাতীয় স্মৃতি সৌধের প্রাঙ্গনে  গন কবর রয়েছে -১০টি ।
·          স্বাধীনতা আন্দোলনের ৭টি পর্যায় -.৫২ এর ভাষা আন্দোলন২. ৫৪ এর নির্বাচন৩. ৫৮ এর সামরিক শাসন বিরুদ্ধে আন্দোলন৪. ৬২ এর শিক্ষা নীতির বিরুদ্ধে আন্দোলন৫.৬৬ এর ৬ দফা৬. ৬৯ এর গনঅভ্যুথান ও ৭. ৭১ এর মুক্তিযোদ্ধা ।
জাতীয় স্মৃতি সৌধ


Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ