আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ এবং গুরুত্বপূর্ণ ঘটনা-

common wealth

- COMMONWEALTH প্রথম কোন আন্তঃ সংস্থার সদস্যপদ লাভ, পাকিস্তান বিরোধিতা করেছিলো, ৩২তম সদস্য
১৯৭২ (১৮ এপ্রিল)
- ILO (Int’l Labour Org.) ১৯৭২
- NAM (জোট নিরপেক্ষ আন্দোলন) ১৯৭২
- OIC (Org. of Islamic Countries) ১৯৭৪ (২৩ ফেব্রুয়ারি)
- UNESCO (জাতিসংঘের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক অধিদপ্তর) ১৯৭২
- IBRD (World Bank) ১৯৭২ (১৭ আগস্ট)
- UN (United Nation) ১৩৬তম সদস্য ১৯৭৪ (১৭ সেপ্টেম্বর)
- UN-এর নিরাপত্তা পরিষদের সদস্য (স্বস্তি পরিষদ) মোট ২ বার,২য় বার (১৯৯৯ সালে নির্বাচিত, ২০০০-০১   মেয়াদে) সভাপতির দায়িত্ব পালন করে. সভাপতিত্ব করেন আনোয়ারুল করিম চৌধুরী; ১ম বার : ১৯৭৮ (১০ নভেম্বর) ; ২য় বার : ১৯৯৯ (১৪ অক্টোবর)
- UN-এর সাধারণ পরিষদের সভাপতি; সভাপতিত্ব করেন হুমায়ুন রশীদ চৌধুরী, ১৯৮৬
- WTO (World Trade Org.) ১২৪তম সদস্য, ১৯৯৫ (১ জানুয়ারি)
- WHO (World Health Org.) ১৯৭২ (১৭ মে) 

Comments

Popular posts from this blog

No more coaching for BCS Bank and NTRCA exams. Just login to boibd and take your exam preparation by yourself.

জাতীয় স্মৃতি সৌধ

দ্বিরুক্ত শব্দ নিয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ প্রশ্ন সমূহ