বাংলা ব্যাকরণ ও সাহিত্যের প্রশ্নোত্তর যা বার বার পরীক্ষায় আসছে.
1) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে--- বর্ণ ২) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ - ষট্ + ঋতু ৩) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত - বিপরীত ৪) ইচ্ছা শব্দের বিশেষণ -ঐচ্ছিক ৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ - বিশেষণ ৬) যা বলা হয়নি - অনুক্ত ৭) অক্ষির সমীপে - সমক্ষ ৮) পুষ্প এন সমার্থক নয় - অবনী ৯) গোঁফ খেজুরে বাগধারার অর্থ – নিতান্ত অলস ১০) রাবনের চিতা - চির অশান্তি ১১) পহেলা বৈশাখ চালু করেন - সম্রাট আকবর ১২) হনন করার ইচ্ছা - জিঘাংসা ১৩) শুদ্ধ বানান - কৃষিজীবী ১৪) আভরন শব্দের অর্থ - অলংকার ১৫) নন্দিত নরকে যাঁর উপন্যাস – হুমায়ুন আহমেদ ১৬) কোর্মা - তুর্কি শব্দ ১৭) তদ্ভব শব্দ - চাঁদ ১৮) অপলাপ শব্দের অর্থ - অস্বীকার ১৯) প্রত্যয়গতভাবে শুদ্ধ - উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা, ২০) পুণ্যে মতি হোক। পুণ্যে - বিশেষ্য রুপে ব্যবহৃত ২১) সমাস ভাষাকে - সংক্ষেপ করে ২২) তিনি দরিদ্র কিন্তু খুব উদার – যৌগিক বাক্য ২৩) শুদ্ধ বাক্য - সে এমন রুপবতী যেন অপ্সরা ২৪) যে ব্যক্তির দুহাত সমান চলে - সব্যসাচী ২৫) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য ২৬) মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি -তানভীর কবির ...