Posts

বাংলা ব্যাকরণ ও সাহিত্যের প্রশ্নোত্তর যা বার বার পরীক্ষায় আসছে.

1) ‘ধ্বনি দিয়ে আট বাঁধা শব্দই ভাষার ইট ’ এই ইটকে বাংলা ভাষায় বলে--- বর্ণ ২) ষড়ঋতু এর সন্ধি বিচ্ছেদ - ষট্ + ঋতু ৩) অপমান শব্দের অপ উপসর্গটি যে অর্থে ব্যবহৃত - বিপরীত ৪) ইচ্ছা শব্দের বিশেষণ -ঐচ্ছিক ৫) নিশীথ রাতে বাজছে বাঁশী। নিশীথ - বিশেষণ ৬) যা বলা হয়নি - অনুক্ত ৭) অক্ষির সমীপে - সমক্ষ ৮) পুষ্প এন সমার্থক নয় - অবনী ৯) গোঁফ খেজুরে বাগধারার অর্থ – নিতান্ত অলস ১০) রাবনের চিতা - চির অশান্তি ১১) পহেলা বৈশাখ চালু করেন - সম্রাট আকবর ১২) হনন করার ইচ্ছা - জিঘাংসা ১৩) শুদ্ধ বানান - কৃষিজীবী ১৪) আভরন শব্দের অর্থ - অলংকার ১৫) নন্দিত নরকে যাঁর উপন্যাস – হুমায়ুন আহমেদ ১৬) কোর্মা - তুর্কি শব্দ ১৭) তদ্ভব শব্দ - চাঁদ ১৮) অপলাপ শব্দের অর্থ - অস্বীকার ১৯) প্রত্যয়গতভাবে শুদ্ধ - উৎকর্ষ, উৎকৃষ্ট, উৎকৃষ্টতা, ২০) পুণ্যে মতি হোক। পুণ্যে - বিশেষ্য রুপে ব্যবহৃত ২১) সমাস ভাষাকে - সংক্ষেপ করে ২২) তিনি দরিদ্র কিন্তু খুব উদার – যৌগিক বাক্য ২৩) শুদ্ধ বাক্য - সে এমন রুপবতী যেন অপ্সরা ২৪) যে ব্যক্তির দুহাত সমান চলে - সব্যসাচী ২৫) সূর্য এর প্রতিশব্দ - আদিত্য ২৬) মুজিব নগর স্মৃতি সৌধের স্থপতি -তানভীর কবির ...
Image
boiBD team প্রায় এক বছর অক্লান্ত পরিশ্রম করার পর আজকে সফল ভাবে  http://boibd.com   অনলাইনে দিয়েছি । ওয়েবসাইট টি ব্যবহার করতে কোনো সমস্যা হলে অথবা কোনো পরামর্শ থাকলে আমাদের কে জানান 01762-219146 অথবা info@boibd.com. কাজটি করতে বিভিন্ন সময় boiBD team কে পরামর্শ এবং সহযোগিতা করেছেন বাবু ,   Mahmood Al Mahdi   ,   Sheikh Taufiq ,   Larry Dany   ,   Dollar Hasan   ,   Ashraf Zaman   ,   Md Moinul ,   Jitu Jitu   ধন্যবাদ সবাইকে।

বিগত বছরের বিভিন্ন পরীক্ষায় আসা ১০০০ Vocabulary

1: Procession : মিছিল বা শোভাযাত্রা 2: Composure -ধৈর্য্য 3: Tiny in size -খুব ছোট 4: Humble -বিনীত 5: Disparity -বৈসাদৃশ্য 6: Aristocrat -অভিজাত 7: Introverted -অন্তর্মুখী ব্যক্তি (আত্মকেন্দ্রিক চিন্তা চেতনা ) 8: Alleviate -উপশম করা 9: Aggravate -অধিক গুরুতর/ শোচনীয় করে তোলা 10: Elevate -উত্তোলন করা,উন্নীত করা 11: Desultory -নিয়মশৃংখলাহীন 12: Methodical -সুশৃংখল 13: Integral -অপরিহার্য অংশ 14: Dissipate – দূর করা/অপচয় করা 15: Exempt -রেহাই /অব্যহতি দেয়া 17: Scatter -ছড়িয়ে যাওয়া 18: Steadfast -অবিচলিত 19: Valiant -সাহসী 20: Repute -সুখ্যাতি 21: Susceptible -স্পর্শকাতর 22: opaque- অস্বচ্ছ 24: Tepid -অল্প গরম বা কুসুম কুসুম গরম 25: Seething -ফুটে উপচে পড়া এমন 26: Intimate -অন্তরঙ্গ 27: Turbid – ঘোলাটে 28: Swollen – ফোলা বা ফুলে যাওয়া 29: Accretion -সংযোজনের মাধ্যমেবৃদ্ধি 30: Fortuitous -আকস্মিক 31: Applaud -প্রশংসা 32: Evasion -এড়িয়ে যাওয়া 33: Transmit -প্রেরণ বা হস্তান্তর করা 34: Obscure -অন্ধকার 35: Withhold -পেছনে টেনে রাখা বা আটকিয়ে রাখা...

38th BCS Preliminary Questions and Solutions 2017

১. বাংলাদেশের তৈরী প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম : ব্র্যাক অন্বেষা ২. বাংলাদেশ এবং মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিস্পত্তি করে কোন সংস্থা : International Tribunal for the Law of the Sea ৩. বাংলাদেশ সর্বাধিক পরিমান অর্থের পণ্য আমদানি করে : চীন থেকে ৪. মুজিবনগর সরকারের ত্রাণ এবং পুনর্বাসন মন্ত্রী কে ছিলেন: এ এইচ এম কামরুজ্জামান ৫. কিসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন হয়েছিল : বাঙালী জাতীয়তাবাদ ৬. ১৯৫৪ সালে পূর্ব বাংলা প্রাদেশিক নির্বাচনে যুক্ত ছিলেন না : নবাব স্যার সলিমুল্লাহ ৭. জুম চাষ হয় : খাগড়াছড়িতে ৮. চাকমা জনগোষ্ঠীর লোকসংখ্যা সর্বাধিক : রাঙামাটিতে জেলায় ৯. বাংলাদেশের প্রথম আদমশুমারি হয় : ১৯৭৪ সালে ১০. বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে কৃষিখাতের অবদান : হ্রাস পাচ্ছে ১১. বাংলাদেশের অন্যতম বিশেষায়িত ব্যাংক: বাংলাদেশ কৃষি ব্যাংক ১২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এর সংবিধানের কোন ধারায় সকল নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে : ধারা ২৭ ১৩. বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৬ অনুসারে বাংলাদেশের শিশু মৃত্যুর হার (প্রতি হাজার জীবিত জন্মে): ৩১ জন ; [৩০জন] ১৪. ৭ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা মেয়াদে প্রতিবছর বাংলাদে...