Current Affairs October 2018

Current Affairs October 2018
ü  ২০১৭-১৮ জিডিপির হার -৭.৮৬%
ü  জিডিপিতে কৃষির প্রবৃদ্ধি৪.১৯%
ü  জিডিপিতে কৃষির অবদান ১৪.২৩%
ü  জিডিপিতে শিল্পের প্রবৃদ্ধি ১২.০৬%
ü  জিডিপিতে শিল্পের অবদান ৩৩.৬৬%
ü  জিডিপিতে সেবার প্রবৃদ্ধি ৬.৩৯%
ü  জিডিপিতে সেবার অবদান ৫২.১১%
ü  দেশে বর্তমানে মেট্রো থানা ১১০ টি
ü  জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ যে মন্ত্রণালয়ের অধীন প্রধানমন্ত্রীর কার্যালয়
ü  দেশে বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৪৩ টি
ü  দেশে বর্তমানে সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৫ টি
ü  ডিজিটাল নিরাপত্তা বিল ২০১৮ জাতীয় সংসদে পাস হয় ১৯ সেপ্টেম্বর, ২০১৮
ü  মানব উন্নয়ন প্রতিবেদন ২০১৮ তে বাংলাদেশের অবস্থান ১৩৬ তম
ü  বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ১৭৫১ মা. ড.
ü  দেশের মাথাপিছু জিডিপি ১৬৭৫ মা.ড.
ü  শেখ মুজিবুর রহমানে লেখা নিয়ে আরো ৩ টি বই প্রকাশিত হচ্ছে নয়া চীন ভ্রমণ, আগরতলা ষড়যন্ত্র মামলা, স্মৃতিকথা
ü  মাদার তেরেসা রত্ন সম্মাননা ২০১৯ পাচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ü  বাংলাদেশ ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত হতে যাচ্ছে শেখ মুজিবুর রহমান নিয়ে চলচ্চিত্র, পরিচালক শ্যাম বেনেগাল ( ভারত)
ü  বঙ্গবন্ধুর ১০০টি ভাষণ নিয়ে প্রকাশিত হচ্ছে গ্রন্থ বঙ্গবন্ধুর বক্তৃতা সম্ভার
ü  শিশু কিশোরদের জন্য বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত হচ্ছে গ্রাফিক নভেল মুজিব
ü  সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম – “ A Broken Dream, Rule of law, Human Rights & Democracy. “
ü  বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ইতি, তোমার চাকা, ( বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিনিধিত্ব করবে এটি, পরিচালক ১১ জন)
ü  বিশ্বের শীর্ষ ১০০ বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান ৭০ তম
ü  ২০১৭ সালে ১৫ বছরের বেশী বয়সী প্রতি ১০০০ নারী পুরুষের মধ্যে তালাক ঘটে ১.৪ টি ( বিবিএস)
ü  ২০১৭ সালে সবচেয়ে বেশি তালাক হয় বরিশালে, ২.৭ জন
ü  ২০১৭ সালে সবচেয়ে কম তালাক হয় চট্টগ্রাম ও সিলেট বিভাগে, ০.৬ জন
ü  TIB এর খানা জরিপ রিপোর্টে দেশের সবচেয়ে দুর্নীতি গ্রস্থ খাত আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পাসপার্টো ও বিআরটিএ
ü  ২০১৯ সালের ৯১ তম অস্কার আসরে বাংলাদেশের যে চলচ্চিত্র প্রতিনিধিত্ব করার জন্য মনোনীত হয় – “ ডুব ছবিটির ইংরেজি নাম – “ No Bed Of Roses “ ( পরিচালক মোস্তফা সরওয়ার ফারুকী)
ü  ঘুষ না দিলে সেবা মিলে না এটা মনে করেন দেশের ৮৯% মানুষ
ü  ২০১৬-১৭ অর্থ বছরে প্রাক্কলিত ঘুষের পরিমাণ ১০,৬৮৮ কোটি ৯০ লাখ টাকা
ü  রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেয়েছেন ২ টি পুরস্কার – IPS International Achievement Award এবং Special Recognition for outstanding Leadership Award.
ü  টানা ৬১ ঘন্টা বিরামহীন সাঁতার কেটে ১৮৫ কি.মি নদীপথ সাঁতরে বিশ্ব রেকর্ড করেছেন নেত্রকোনা জেলার মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত সাঁতারু ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য
ü  ২০১৮ সালের আলতাফ মাহমুদ পদক পেয়েছেন সৈয়দ হাসান ইমাম ও ফেরদৌসী মজুমদার
ü  ২০১৭ সালের নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক ড. রশিদুন নবী ও খায়রুল আনাম শাকিল

ü  ২০১৮ সালের আহছানউল্লাহ স্বর্ণপদক লাভ করেন ব্যারিস্টার রফিক উল হক

Comments

Popular posts from this blog

জাতীয় স্মৃতি সৌধ

ফারসি ভাষা থেকে আগত গুরুত্বপূর্ণ কিছু শব্দ

আধুনিক যুগ-BCS Preliminary তে আধুনিক যুগ এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষায়ও এ অধ্যায় থেকে প্রশ্ন আসে